Home / দেশের খবর / সরকারি চাকুরেদের সম্পদ বিবরণী দিতে হাইকোর্টের নির্দেশ

সরকারি চাকুরেদের সম্পদ বিবরণী দিতে হাইকোর্টের নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের রুল শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন সুবীর নন্দী দাস।

Check Also

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণের প্রস্তাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =

Contact Us