Home / অর্থনীতি / মার্কিন ডলারের দর কমলো

মার্কিন ডলারের দর কমলো

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই আভাসে দেশটির মুদ্রা ডলারের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পর্তুগালে আর্থিক নীতি সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি কমছে। তবে সেটা প্রত্যাশার চেয়ে কম। তার মন্তব্যকে দ্বৈত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এই প্রেক্ষাপটে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে যা ১০৫ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ডও নিম্নগামী হয়েছে।

ফলে জাপানি মুদ্রার বিপরীতে ডলারের দর হ্রাস পেয়েছে। এদিন প্রতি গ্রিনব্যাকের মান স্থির হয়েছে ১৬১ দশমিক ৪৩ ইয়েনে। গত ৩৮ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

ইউরোর বিরুদ্ধে স্থিতিশীল রয়েছে ডলার। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৭ মার্কিন মুদ্রায়। গ্রিনব্যাকের বিপক্ষে স্টার্লিং শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির মূল্য দাঁড়িয়েছে ১ ডলার ২৬৭৭ ডলারে।

কানাডার টরন্টোভিত্তিক বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান করপে’র প্রধান বাজার কৌশলবিদ কার্ল স্কামোট্টা বলেন, ইউএস অর্থনীতির যথেষ্ট অগ্রগতি আছে। শ্রমবাজার নরম হতে শুরু করেছে। মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। ফলে আগামী সেপ্টেম্বরে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন ফেড চেয়ার পাওয়েল। তবে সেটা নীতি-নির্ধারকদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। এক্ষেত্রে সুদের হার কমানো নিয়ে দোটানা মনোভাব তৈরি হয়েছে।

Check Also

জুলাই-আগস্টে এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে ১৩ শতাংশ

  শেরপুর নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত জুলাই-আগস্ট মাসে অস্থিরতার প্রভাব পড়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =

Contact Us