শেরপুর নিউজ ডেস্ক: বিদায়ী জুনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হয়েছে। ফলে চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আশঙ্কায় ইউএস মুদ্রার মান আরো কমেছে। ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৯০০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনও (বুধবার) গ্রিনব্যাকের দর কমেছিল।
পরিপ্রেক্ষিতে আলোচ্য কার্যদিবসে ইউরোর দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৭৯৪ ডলারে। একই দিনে স্টার্লিংয়ের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৭৫৯ ডলারে।
তবে জাপানের মুদ্রার মূল্যমান হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১৬১ দশমিক ২১ ইয়েনে। আলোচিত দিনে চীনের মুদ্রার দাম অপরিবর্তিত হয়েছে। এক ডলার বিক্রি হচ্ছে ৭ দশমিক ২৭০১ ইউয়ানে।