শেরপুর নিউজ ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার পর লিওনেল মেসিকে একাদশে রেখেই ইকুয়েডরের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় খেলানো হয়নি পেরুর বিপক্ষে।
তবে একাদশের বাইরে রাখা হয়েছে ডি মারিয়াকে। ফলে সুযোগ পেয়েছেন নিকোলাস গঞ্জালো। গ্রুপ পর্বের ম্যাচে ৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজালেও বিপক্ষে ৪-৪-২ রণকৌশল ঠিক করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল মেসির সঙ্গে আক্রমণে থাকছেন এবারের কোপায় সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টিনার একাদশ (৪-৪-২)
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণ ভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো
মাঝমাঠ : এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ
স্ট্রাইকার : লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি (অধিনায়ক)।
প্রধান কোচ : লিওনেল স্কালোনি