ধুনট( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জলি রানী সাহা ওরফে স্বরস্বতী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শনিবার (৬জুলাই) বিকেলের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্বরস্বতী রানী উপজেলার সদরপাড়ার মৃত নিখিল চন্দ্র সাহার স্ত্রী। এরআগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, স্বরস্বতী রানী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে ফেন্সিডিল বিক্রয় করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী রেখা খাতুন (৪০) নামে এক মাদক কারবারি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে স্বরস্বতী রানী ও রেখা খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এ মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।