সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

শেরপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ রবিবার। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে সাতদিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে মঙ্গলবার (০৬জুন) বিকেলে শহরের গোসাইপাড়াস্থ গোন্ডিচা মন্দির পরিচালনা কমিটির একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বের করা ওই মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। মন্দির কমিটির সভাপতি উদয় শংকর সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এমপিপুত্র সারোওয়ার রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, নারী কাউন্সিলর করুনা রানী ঘোষ, পার্থ শংকর সাহা প্রমুখ।

উৎসব আয়োজকরা জানান, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুরে শহরের স্যানালপাড়াস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙণে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। এরপর রথটি গোন্ডিচা মন্দিরে অবস্থান করবে। সেখানে সাতদিন ব্যাপি উৎসব শেষে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।

Check Also

বগুড়ায় পিকআপ থেকে গাঁজা উদ্ধার, আটক ২

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‍্যাবের অভিযানে একটি মিনি পিকআপ ৩৩.২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Contact Us