সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মুখ খুললেন সোনাক্ষী

মুখ খুললেন সোনাক্ষী

শেরপুর নিউজ ডেস্ক: ২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী সিন্‌হা ও জহির ইকবাল। বিয়ের সপ্তাহখানেক পরেই হাসপাতালে গিয়েছিলেন তারকা জুটি। নবদম্পতিকে হাসপাতালে দেখে অনেকেই প্রশ্ন করেছেন, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? কিছু দিনের মধ্যেই বোঝা যায়, বাবা শত্রুঘ্ন সিন্‌হা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তারা।

এবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। সংবাদমাধ্যমের কাছে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের পরে তার জীবনে তেমন কোনও বদল আসেনি। একটাই বদল এসেছে সেটা হল- এখন আমরা আর হাসপাতালে যেতে পারব না। কারণ হাসপাতাল থেকে আমাদের বেরোতে দেখলেই আপনারা ভাববেন, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। এটাই বিয়ের আগের ও পরের একমাত্র পার্থক্য।

সোনাক্ষী ও জহিরের বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। সাত বছর সম্পর্কে থাকলেও এই বিয়েতে নাকি সম্মতি ছিল না শত্রুঘ্ন সিন্‌হা ও গোটা পরিবারের।

যদিও শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অনেকেরই বিয়ের আগে প্রথম দিকে নানা রকমের সমস্যা হয় পরিবারে। কিন্তু এই বিয়েতে তাদের সম্পূর্ণ সম্মতি রয়েছে। তবে বিয়েতে সোনাক্ষীর ভাই লব সিনহা না আসায় সেই বিতর্ক এখনও জারি রয়েছে। জল্পনা, এখনও জহিরকে মেনে নিতে পারেননি তিনি।

সোনাক্ষী ও জহিরের বিয়েতে কোনও ধর্মীয় আচার পালিত হয়নি। আইনি মতে বিয়ে করেন তারকা দম্পতি। আড়ম্বরহীন বিয়েতে সোনাক্ষীর সাজও ছিল ছিমছাম। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন আত্মীয় পরিজন ও বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

Check Also

থাইল্যান্ডে গিয়ে বিদ্যা সিনহা মিমের নজরকাড়া লুক

শেরপুর নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us