শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ গুজব রটেছে। কিছু ব্যক্তি এসব গুজব রটাচ্ছেন বলে জানা গেছে। গুজবের কারণে অভিভাবকরা আতঙ্কিত ও সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছিলেন। তবে এসব গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ বলছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত কিছু পোস্ট পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ পোস্ট নিছক গুজব।
রোববার (৭ জুলাই) সন্ধ্যায় পুলিশের মুখপাত্র পুলিশ সুপার (এসপি) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।