সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ‘কাচ্চি ভাই ও সিরাজ চুই গোস্ত’র ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘কাচ্চি ভাই ও সিরাজ চুই গোস্ত’র ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:বগুড়ায় ‘কাচ্চি ভাই’ এবং ‘সিরাজ চুই গোস্ত’ রেস্টুরেন্ট‘র ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার যৌথ অভিযান এই জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, আজ রোববার (৭ জুলাই) সন্ধ্যার আগে বগুড়ার দত্তবাড়িস্থ ‘কাচ্চি ভাই’ এবং ‘সিরাজ চুই গোস্ত’ রেস্টুরেন্ট এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ আচার এবং বোরহানি খাবারের সাথে পরিবেশন করতে দেখা যায়। এ সময় প্রায় ২৪ কেজি মেয়াদোত্তীর্ণ আচার এবং আনুমানিক ৩০ লিটার বোরহানি জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘কাচ্চি ভাই’ বগুড়াকে ১ লাখ টাকা এবং ‘সিরাজ চুই গোস্ত’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

Check Also

বগুড়ায় চিকিৎসকদের সাথে জামায়াত আমীরের মতবিনিময় সভা

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান শনিবার দুপুর দেড়টায় স্থানীয় একটি হোটেলে চিকিৎসকদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 8 =

Contact Us