শেরপুর নিউজ ডেস্ক: ‘ডেয়ারিং লাভার’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা গিয়েছিল সাদিয়া আফরিনকে। আইটেম গার্ল হিসেবে অভিষেক হলেও পরে বেশ কয়েকটি নাটকে কাজ করেছিলেন তিনি। আসছে ২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম উপন্যাস ‘ভালোবাসার জলছবি’।
দীর্ঘদিন সিনেমায় নেই সাদিয়া। আজ জন্মদিনে তিনি জানালেন উপন্যাস লেখার কথা। আপাতত লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ প্রসঙ্গে সাদিয়া আফরিন বলেন, ‘প্রথম সব কিছুর সঙ্গেই আবেগ জড়িয়ে থাকে। অনুভূতির সেই সুর স্পর্শ করুক আমার লেখাকে, ছুঁয়ে যাক পাঠকের মন। পেশাগত জীবনে আমি অভিনয়শিল্পী। জীবনটা স্বভাবতই একটু স্পর্শকাতর। অভিনয়ের সুবাদে এক জীবনে অনেক জীবন দেখার সুযোগ হয়েছে। আর সেইসব জীবন আমাকে লেখার রসদ যোগাচ্ছে প্রতিনিয়ত।’
বিনোদন বিচিত্রায় সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে বিনোদন অঙ্গনে আসেন সাদিয়া। মডেলিং, উপস্থাপনার পর ঢালিউডে কাজের সুযোগ আসে তার। জি এম সৈকতের ধারাবাহিক নাটক ‘চিত্রজগৎ’-এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু হয় সাদিয়ার। পরে ‘অতঃপর বিয়ে’, ‘মন্ত্রী সাহেবের কাছের লোক’, ‘জোছনা করেছে আড়ি’, ‘ভেলকি চোরা’, ‘লাল বানু’, ‘কমনসেন্স’, ‘নিশিকাব্য’, ‘অদৃশ্য শত্রু’সহ বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বিটিভিতে ‘সুরের সুরভী’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন সাদিয়া।
আইটেম গার্ল হিসেবে ঢালিউডে অভিষেক হলেও নায়িকা হিসেবে তার কোন সিনেমা এখনো মুক্তি পায়নি। তবে ‘অচেনা হৃদয়’ সিনেমার আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। সাদিয়া বলেন, ‘অন্তরালের অদেখাকে নিয়েই আমার এই উপন্যাস। আশা করছি, বইটি পাঠককে ভাবনার খোরাক যোগাবে। উৎসাহ পেলে লেখালেখি চালিয়ে যেতে চাই।’ ভালো কাজ পেলে আবারও অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।