Home / দেশের খবর / দুই ঘণ্টার আন্দোলনে স্থবির ঢাকা

দুই ঘণ্টার আন্দোলনে স্থবির ঢাকা

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজও সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ( ৮জুলাই) বিকেল সাড়ে ৪টার পরেও কারওয়ানবাজার ও ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা।

ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ব্যস্ততম নগরীতে। যার প্রভাব পড়েছে রাজধানীর মতিঝিল-পল্টনসহ আশপাশের বিভিন্ন এলাকায়। কর্মস্থল থেকে বাসায় ফেরা মানুষ বাস কিংবা অন্যান্য পরিবহন ব্যবহার করতে পারছেন না। ফলে সব স্তরের কর্মজীবী মানুষরা এখন চলাচল করছেন মেট্রোরেলে।

যে কারণে বৈদ্যুতিক ব্যবস্থায় পরিচালিত এ পরিবহনে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা থেকে মেট্রোরেলের মতিঝিল অংশ থেকে প্রচণ্ড ভিড় দেখা গেছে। শুধু মতিঝিল স্টেশনেই নয়, যাত্রীজট দেখা যায় বাংলাদেশ সচিবালয় স্টেশনেও।

কামরুজ্জামান সোহাগ নামে এক যাত্রী জানান, বিকেল ৩টায় তিনি মতিঝিল মেট্রোরেল স্টেশনে আসেন মিরপুর-১১ নম্বরে যাবেন বলে। মেট্রোয় উঠতে পেরেছেন বিকাল সোয়া চারটায়। যে সময় উঠেছেন, সে সময় বগিগুলোয় তিল ধারণের জায়গা ছিল না। অনেক কষ্টে অন্যান্য যাত্রীদের ঠেলে ট্রেনে ওঠেন।

সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলে ভয়াবহ রকমের যাত্রীজট ছিল। ট্রেনে এসি চললেও মানুষের শরীরের তাপে পরিবেশ গরম হয়ে উঠছিল। বিজয় সরণির পর থেকে কিছুটা যাত্রীজট কমে। মিরপুর ১১ পর্যন্ত আসার পর অল্প কয়েকজন সিটে বসতে পেরেছেন বলেও জানান তিনি।

Check Also

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eight =

Contact Us