শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় ২টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জান্নাত আরা তিথি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় বেলাল হোসেনের মালিকানাধীন পাম্পে ১০ হাজার টাকা ও শহরতলা মিরাজুল ইসলামের মালিকানাধীন পাম্পে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও জান্নাত আরা তিথি জানান, পাম্প দু’টিতে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় তাদেরকে সতর্কতামুলক এই জরিমানা করা হয়েছে।