Home / বগুড়ার খবর / বগুড়া সদর / সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নবাগত পুলিশ সুপার

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নবাগত পুলিশ সুপার

শেরপুর নিউজ: বগুড়ার নবাগত পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, পুলিশ ও সাংবাদিক এক অপরের সম্পূরক। দুই পেশার মানুষই দেশের স্বার্থে কাজ করে। বগুড়ার আইন শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সাংবাদিকরা শহরে অসহনীয় যানজট, ফুটপাত ও সড়কের একাংশ দখল, কিশোর গ্যাং এর তৎপরতা, মাদক,চাঁদাবাজি, খুনোখুনিসহ নানা বিষয় তুলে ধরে প্রতিকার চান। এ সময় পুলিশ সুপার অপরাধ নির্মূলে আশ্বাস দেন।

সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি মাহমুদুল হাসান নয়ন, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য এএইচএম আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে,এম, রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা,সিনিয়র সাংবাদিক চপল সাহা, জিএম.সজল, মোহন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় পুলিশ সুপার আরও বলেন, বগুড়ার প্রধান সমস্যা যানজট। যানজটকে প্রাধান্য দিয়ে ট্রাফিক পুলিশ নতুনভাবে কাজ শুরু করবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকসহ নানা অপরাধ নির্মূলে পুলিশ আরও বেশি সক্রিয় থাকবে।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Contact Us