Home / দেশের খবর / শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অযথা রাস্তায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অনেকে শিক্ষার্থীদের ব্যবহার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। পানি ঘোলা করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা ভুলপথে যাবেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটাব্যবস্থা বাতিল করেন। বিচার বিভাগ থেকে সম্প্রতি কোটাব্যবস্থা নিয়ে একটি নির্দেশনা এসেছে। ছাত্ররা মনে করেছেন এটি ঠিক হয়নি, তাই তারা রাস্তায় নেমেছেন। পুলিশকে বলা হয়েছে, তারা মেধাবী ও ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষাথীদের সঙ্গে এমন কিছু করা যাবে না, যাতে তারা কষ্ট পান।’

তিনি বলেন, ‘সরকার তাদের কথা শুনবে। কিন্তু শোনার একটা সীমা থাকে। তারা সেই সীমা পার করে ফেলেছেন। শিক্ষার্থীরা কয়েক দিন ধরে একই কাজ করছেন। অথচ, প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের নির্দেশ স্থগিত। মামলার পরবর্তী রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে। মানে হাইকোর্টের নির্দেশনা এখন অচল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রায় যেখানে নেই, সেখানে আন্দোলন কেন? শিক্ষার্থীদের বোঝা উচিত, জানা উচিত, তাদের মা-বাবাও রাস্তায় বের হন। কেউ হাসপাতালে যান। কেউ চাকরির জন্য বের হন। বিশ্বের অনেক দেশেই অনগ্রসর মানুষের জন্য কোটাব্যবস্থা রয়েছে। তবুও উচ্চ আদালত জানিয়েছেন কোটাব্যবস্থা স্থগিত। এরপর আর রাস্তায় থাকার প্রয়োজন নেই। তারা আদালতে এসে কিছু বলতে চাইলে বলতে পারেন।’

Check Also

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =

Contact Us