সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / মেসির রেকর্ড ভাঙলেন রদ্রিগেজ

মেসির রেকর্ড ভাঙলেন রদ্রিগেজ

শেরপুর নিউজ ডেস্ক: কলম্বিয়ার বড় তারকা হামেস রদ্রিগেজ। প্রথমবার নিজের জাত চিনিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপে। জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। বড় তারকা হওয়ার জানান দিয়েও এতদিন নিজের নামের প্রতি যথেষ্ট সুবিচার করতে পারেননি তিনি।

তবে এবারের কোপা আমেরিকায় পুনর্জন্ম হয়েছে রদ্রিগেজের। এক আসরে গড়লেন সর্বোচ্চ এসিস্ট করার রেকর্ড।
চারটি কোপার আসরে অংশ নিয়ে প্রথমবারের মতো দলকে ফাইনালে নিয়ে গেছেন রদ্রিগেজ। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন তিনি।

পাঁচ ম্যাচে করেছেন ছয়টি এসিস্ট। যা এক আসরে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে ৫টি এসিস্ট করে রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার রেকর্ডটি নিজের নামে করে নিলেন সাবেক রিয়াল ও বায়ার্ন তারকা।
সেমি ফাইনালে উরুগুয়ের বিপক্ষে একমাত্র গোলের এসিস্টটিও করেছেন তিনি।
২০১৪ সালে বিশ্বকাপে দুর্দান্ত খেলে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এই মিডফিল্ডার। তারপর বায়ার্ন ও এভারটন হয়ে বর্তমানে খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোর হয়ে।

এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। আগামী ১৪ জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

Check Also

শ্রীলঙ্কায় রাবেয়াদের সিরিজ জয়

  শেরপুর নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =

Contact Us