ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মোতালেব হোসেন ও নয়ন মিয়া নামের দুই ব্যক্তি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হচ্ছিলেন। এসময় ফাইভ স্টার ট্রাভেলস্ পরিবহনের দ্রæতগতির একটি যাত্রীবাহী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব হোসেন মারা যান। অপর আহত নয়ন মিয়ার অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Check Also
শাজাহানপুরে বাসের ধাক্কায় এক তরুণ নিহত
শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আরাফাত হোসেন রকি (২০) নামের এক …