Home / দেশের খবর / কাজীপুরে যমুনায় বিলীন হচ্ছে সড়ক,বাড়িঘর ও আবাদি জমি 

কাজীপুরে যমুনায় বিলীন হচ্ছে সড়ক,বাড়িঘর ও আবাদি জমি 

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি ও কমার সঙ্গে চলছে তীব্র ভাঙন। গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার পাঁচ কিলোমিটার সড়ক, শতাধিক বিঘা আবাদি জমি এবং অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, দুই শতাধিক বাড়িঘর ও আবাদি জমি। ভাঙন আতঙ্কে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে নদীতীরবর্তী মানুষ। তেকানী ইউনিয়নের তেকানী নৌকা ঘাটের উজানে ও ভাটিতে সরেজমিনে দেখা যায়, ভাঙন আতঙ্কে বাড়িঘর স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। গত এক সপ্তাহের আগে থেকেই এই এলাকায় ভাঙন শুরু হলে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়ে। যেকোনো মুহূর্তে বিলীনের ঝুঁকিতে রয়েছে তেকানী ইউনিয়ন পরিষদের নতুন ভবন ও কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নদীতীরবর্তী পানাগাড়ী গ্রামের আবুল হোসেন (৫৬) জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় ঠিকানা হারিয়েছে অর্ধ শতাধিক পরিবার। আরো দুই-তিন শতাধিক বসতবাড়ি ও একটি মসজিদ রয়েছে ভাঙনের হুমকিতে। কাজীপুর উপজেলার তেকানী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ (৪৫) বলেন, ‘এক সময় আমার ৫০ একর জমি ছিল। সাত বার নদীভাঙনে এখন মাথাগোঁজার জমিটুকুও নেই।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘সম্প্রতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চরাঞ্চলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছে। অনুমতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

Check Also

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Contact Us