শেরপুর নিউজ ডেস্ক: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতি জরুরি বলে মনে করছেন দেশের শিক্ষাবিদরা। সচ্ছল নয়, শুধু অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত কোটার পাশাপাশি নারী, প্রতিবন্ধী, হিজড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যৌক্তিকভাবে কোটা চালুর পক্ষে অভিমত দিয়েছেন তারা। তবে তারা পৌষ্য কোটার যৌক্তিকতা দেখছেন না। পুনর্বিন্যাস করে সব মিলিয়ে ৭ থেকে ১৫ শতাংশ কোটা রাখা যেতে পারে বলে অভিমত তাদের।
তাদের অনেকে আবার অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার হার বেশি রাখার পক্ষে। তাছাড়া ঢালাওভাবে ‘জেলা কোটা’র বিপক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। এসব ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী কোটা সংস্কারের বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) উচ্চ আদালতে কোটা সংক্রান্ত রিটের পূর্ণাঙ্গ রায়ের মূল অংশ প্রকাশের পর বিশিষ্টজনরা এ এসব অভিমত দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিকভাবে কোটা থাকা প্রয়োজন। প্রতিবন্ধীদের গ্রেড অনুযায়ী কোটা নির্ধারণ করা যেতে পারে। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য প্রয়োজন নির্দিষ্ট সময় নির্ধারণ করে সীমিত কোটা। আদালতের রায় একটি পথ দেখিয়েছে, নির্বাহী বিভাগ চাইলে সঠিক সমাধান দিতে পারবে।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কোটা পদ্ধতি থাকতে হবে। ইউরোপ-আমেরিকাতেও কোটা রয়েছে। ইউরোপে কোটার হার বেশি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোটা জরুরি। পিছিয়ে পড়া জেলার জন্যও কোটা থাকতে পারে। নারীদের এগিয়ে নিতে কোটার ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে পোষ্য কোটার প্রয়োজন নেই। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষেত্রে অবশ্যই কোটা প্রয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে অনেকে বিরোধিতা করছেন, কিন্তু তাদের মনে রাখতে হবে, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মান জানাতে হবে। বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করার পর কোটার প্রশ্ন আসে, তার আগে নয়। মৌখিক পরীক্ষায় পাস না করলে মুক্তিযোদ্ধার সন্তান হলেও মেধায় না টিকলে কোটায় চাকরি পায় না। প্রধানত নারী, শারীরিক প্রতিবন্ধীদের সবার আগে কোটা প্রয়োজন। সব মিলিয়ে ৪০ শতাংশ কোটা থাকতে পারে। কারণ উন্নত দেশগুলোতেও কোটা অনেক বেশি। ভারতে ৬০ শতাংশ কোটা রয়েছে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী, নারী, অনগ্রসর মানুষের জন্য কোটার প্রয়োজন রয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক কোটাও থাকতে পারে। মুক্তিযোদ্ধার সন্তানদের অবশ্যই কোটা থাকতে হবে। তবে তাদের নাতি-নাতনিদের জন্য কোটার প্রয়োজন রয়েছে কিনা সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিষয়টিকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি। আজ উন্নত জীবনের যে চাওয়া আমাদের তৈরি হয়েছে, তা করতে ৩০ লাখ লোক জীবন দিয়েছেন। আজ আমি সেই সংশ্লিষ্ট কোনও কিছু যখন বাদ দিতে যাবো, তখন ওই অনুভূতিটাকে অসম্মান করছি কিনা?— আর তা যদি না করি, তাহলে আদালত, সরকার এবং সংশ্লিষ্টরা মিলে সমাধানের সিদ্ধান্ত নেবে। আমি চিন্তিত যে, অন্যান্য সময় কোটার এই আন্দোলনটা গড়ে উঠেনি, বরং সেই সুবিধা সবাই কমবেশি গ্রহণ করেছি। মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়টিকে রাজনীতিকরণ বা এর মাধ্যমে কাউকে আহত করা বা আঘাত দেওয়ার অস্ত্র এই আন্দোলন কিনা— যদি হয়ে থাকে, সেটি দুর্ভাগ্যজনক। এটার জন্য আমাদের মূল্য দিতে হতে পারে। আজকে এটিকে কাউন্টারের যে জায়গা তৈরি হচ্ছে, সেটিকে কোনও একটা রেডিক্যাল পার্ট থেকে আবার প্রশ্নবিদ্ধ করার প্রয়াস তৈরি করতে পারে।’
উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়নি এরকমসহ অনেক অবদান আছে। এসব ক্যাটাগরিতে বিশেষ বিশেষ সম্মাননা ও স্বীকৃতির আবশ্যকতা রয়েছে।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘সব মিলিয়ে ১৫ শতাংশ কোটা থাকলেই সমস্যারা সমাধান হতে পারে। ক্ষদ্র নৃ-গোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধীদের কোটা প্রয়োজন, শুধু পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য কোটা থাকতে পারে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, তবে সরকার এটি কমানোর সিদ্ধান্ত নিতে পারে। সাংবিধানিকভাবে অনগ্রসরদের জন্য কোটা রয়েছে, নারীরা পিছিয়ে থাকলে তাদের জন্য কোটা প্রয়োজন। পোষ্য কোটার প্রয়োজন নেই। তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।’
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। আর সে কারণেই তাদের মধ্যে অসচ্ছল পরিবারের জন্য সীমিত কোটা থাকতে পারে। সব মিলিয়ে ১০ থেকে ১২ শতাংশের মধ্যে হয়তো এটি নিষ্পত্তি হতে পারে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, গার্মেন্ট শ্রমিক, দরিদ্র কৃষকদের জন্যও কোটা রাখার ব্যবস্থা নেওয়া যেতে পারে’, বলে জানান এই শিক্ষাবিদ।