Home / খেলাধুলা / শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে-এমপি মজনু

শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে-এমপি মজনু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর ডিজি হাইস্কুল খেলার মাঠে শুক্রবার (১২ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব (অনুর্ধ্ব ১৭ বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সানি, মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, কুসুম্বী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না,বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বাবন কুন্ডু। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেরপুর পৌরসভা একাদশ ও কুসুম্বী ইউনিয়ন একাদশ। অর্ধ বিরতীর পর মুষুলধারে বৃষ্টি শুরু হলেও শেষ পর্যন্ত খেলা গড়াতে থাকে। নির্ধারিত সময়ে গোল শূন্য ভাবে খেলা শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ গোলে শেরপুর পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুষলধারে বৃষ্টির কারণে খেলার মাঠে পুরস্কার বিতরণ করা সম্ভব না হওয়ায় অবশেষে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি বলেন যোগ্য খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। ভালো খেলা উপহার দিয়ে খেলার মাঠে দর্শক টানতে হবে। বিশেষ করে তরুণ যুবকদের খেলাধূলায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার জন্য দুটি জায়গায় নাম প্রস্তাব করা হয়েছে। অল্পকিছুদিনের মধ্যেই শেরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =

Contact Us