Home / বিনোদন / মুক্তি পেল ইমি-পরমব্রতের ‘আজব কারখানা’

মুক্তি পেল ইমি-পরমব্রতের ‘আজব কারখানা’

শেরপুর নিউজ ডেস্ক: শাকিব খানের ‘তুফান’ তাণ্ডবের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও একটি ছবি ‘আজব কারখানা’। শুক্রবার (১২ জুলাই) থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি। শবনম ফেরদৌসী পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ‘আজব কারখানা’র গল্প। সেই রকস্টার নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শ নেন। সেখানে বাউল শিল্পীদের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী ছবির গল্পে তুলা ধরা হয়। এতে উঠে আসে শিল্পীর জীবন-সংগ্রামের কথা।

ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

জানা গেছে, আধ্যাত্মিক সাধক লালন সাঁইঝির গান ‘জাত গেল জাত গেল বলে, এ কি আজব কারখানা’ কথা থেকে ছবির নামকরণ করা হয়েছে।

Check Also

৬ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘নয়া মানুষ’

শেরপুর নিউজ ডেস্ক: বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Contact Us