Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় সাতদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বগুড়ায় সাতদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ৭দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উদ্বোধন শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।

মেলায় ৩৯টি স্টল স্থাপন পেয়েছে। স্টলগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন জাতের চারা প্রদর্শনী করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us