সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অনন্ত-রাধিকার বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে নেই ঐশ্বরিয়া-আরাধ্যা

অনন্ত-রাধিকার বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে নেই ঐশ্বরিয়া-আরাধ্যা

শেরপুর কাগজ ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে বহু দিন ধরেই । বচ্চন পরিবারে নাকি অশান্তি চলছে। বলিউডে গুঞ্জন, ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কেও নাকি চিড় ধরেছে। এই বিষয়ে এখনো বচ্চন পরিবারের কেউই মুখ খোলেননি। তবে শুক্রবার (১২ জুলাই) অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই স্পষ্ট হয়ে গেল অনেক কিছু।

এ দিন জিয়ো ওয়ার্লড কনভেনশন সেন্টারে বসেছিল বিবাহ বাসর, সেই উপলক্ষে তারকাদের সমাগম। বিয়ের আসরে প্রবেশ করেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন প্রায় প্রত্যেকে। বচ্চন পরিবারের সদস্যেরাও একসঙ্গে প্রবেশ করেন এই গ্র্যান্ড ওয়েডিংয়ে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা, এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। সুখী পরিবারের ‘পিকচার পারফেক্ট ফ্রেম’। কিন্তু নেই ঐশ্বরিয়া-আরাধ্যা।

কিছু ক্ষণ পরে আলাদা ভাবে, মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বরিয়া। মা-মেয়ে একসঙ্গে ছবি তোলেন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বচ্চন পরিবারের কারো সঙ্গেই কথা বলতে দেখা যায়নি ঐশ্বরিয়া বা আরাধ্যাকে। আর এর থেকেই সম্পর্কে ভাঙন ধরার জল্পনা যেন আরো স্পষ্ট হয়ে যায়।

সম্প্রতি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন জয়া বচ্চন। সে দিনও তাদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া বা আরাধ্যাকে। গত বছরই অমিতাভ বচ্চন তার ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ে শ্বেতাকে দিয়ে দেন। শোনা যায়, তার পরই বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন ঐশ্বরিয়া।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =

Contact Us