Home / আইন কানুন / সীমান্ত থেকে ১০ মাইল পর্যন্ত ‘বিজিবির সম্পত্তি’ ঘোষণার পরামর্শ

সীমান্ত থেকে ১০ মাইল পর্যন্ত ‘বিজিবির সম্পত্তি’ ঘোষণার পরামর্শ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে ১০ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা করেছেন হাইকোর্ট। সীমান্ত রেখা থেকে আট কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখাসহ সংসদকে চার পরামর্শ দিয়েছেন আদালত।

১৯৮৭ সালে চোরাচালানবিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় একটি মামলা করে বিজিবি। ওই মামলায় আসামি জাকির হোসেনকে তিন বছরের সাজা থেকে খালাসের রায়ে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এ পরামর্শ দিয়েছেন।

শনিবার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারপতির সইয়ের পর ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

আদালত রায়ে বলেছেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে হলে মহান জাতীয় সংসদকে নিম্নবর্ণিত পরামর্শগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। পরামর্শগুলো হলো-

১. সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্পত্তি ঘোষণা করা;

২. উক্ত ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস সম্পত্তি থেকে তাদের বরাদ্দ প্রদান;

৩. সীমান্ত লাইন থেকে ৮ কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সমান থাকবে। যেন এই ৮ কিলোমিটারের প্রতিটি ইঞ্চি ৮ কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যায়;

৪. সীমান্ত রেখা থেকে ৮-১০ কিলোমটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের যাবতীয় স্থাপনা, প্রশিক্ষণসহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখা।

এই রায় ও আদেশের অনুলিপি অধস্তন আদালতের সব বিচারক, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সদস্যদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠাতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Check Also

তদন্তে সম্পৃক্ততা না পেলে মামলা থেকে নাম বাদ দিতে নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে যেসব মামলা হচ্ছে, সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =

Contact Us