শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে সাপের কামড়ে মেধাবী শিক্ষার্থী মাইশা আনজুম মৌ (১৭) এর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের ঢালাই কাজের সরদার মজনু মিয়ার কন্যা মেধাবী ছাত্রী মাইশা আনজুম মৌ। গত শুক্রবার রাতে মৌ ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে ঘুমায়। হঠাৎ রাত দুইটার দিকে মৌ এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত মৌ এর পিতা মজনু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌয়ের পায়ে ছোবল দিলে সে মারা যায়। গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এনে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করার পর বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি।
তিনি আরো বলেন, সে এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।