সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

বগুড়ায় রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মাসাতের দায়ে ব্যাংক ম্যানেজার, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ ওই মামলার রায় ঘোষণা করেন।

বিচারক তার রায়ে রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ম্যানেজার জোবাইনুর রহমানকে ৩টি ধারায় ২৭ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন।

একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এ ছাড়া আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় পরে রূপালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

Check Also

বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =

Contact Us