Home / বিনোদন / দীপিকাকে জড়িয়ে ধরে কী বললেন ঐশ্বরিয়া

দীপিকাকে জড়িয়ে ধরে কী বললেন ঐশ্বরিয়া

 

শেরপুর নিউজ ডেস্ক:ভারতের আম্বানি পুত্রের বিয়ের রেশ যেন কাটছেই না। ১২ জুলাই বিয়ে সম্পন্ন হলেও নেটদুনিয়া জুড়ে ঘুরছে ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর নানা মুহূর্ত। এর মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের দুই ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোনের আবেগী মুহূর্তের একটি ভিডিও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া-দীপিকার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখেই জড়িয়ে ধরেছেন ঐশ্বরিয়া। তার পর দীপিকার কানে কানে কিছু বলছেন তিনি। নেটিজেনদের ধারণা, দীপিকার হবু মাতৃত্ব নিয়েই কিছু পরামর্শ দিয়েছেন বচ্চন বধূ।

এদিকে দুই অভিনেত্রীর এই আবেগঘন মুহূর্তের সাক্ষী আবার হৃতিক রোশন। তিনি ঐশ্বরিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

বচ্চন পরিবারের সঙ্গে বিয়ের আসরে প্রবেশ করেননি ঐশ্বরিয়া। পরে মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ফটেসাংবাদিকদের ক্যামেরায় ধরাও দেন হেসে হেসে।

যদিও বিয়ের অন্দরমহলে অভিষেক বচ্চনের পাশেই বসেছিলেন ঐশ্বরিয়া-আরাধ্যা। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

অন্যদিকে বিয়ের আয়োজনের শুরু থেকেই এ দিন হাজির ছিলেন রণবীর সিং। বলা ভাল, একা হাতে বিয়ের আসর মাতিয়ে রাখার দায়িত্ব যেন তিনিই নিয়েছিলেন।

মঞ্চে উঠে তার উদ্দাম নৃত্য এই মুহূর্তে নেটদুনিয়ার অন্যতম চর্চিত বিষয়। বিয়ের আসরে একাই আসেন দীপিকা।

জমকালো সাজে নিজেকে মুড়ে রেখেছিলেন। কপালে টিপ আর সিঁথিতে সিঁদুর, এমন সাবেকি সাজেই তিনি ধরা দেন। তবে নাচের মঞ্চ থেকে দূরেই রেখেছিলেন নিজেকে। বরং এ দিন তিনি দর্শকের ভূমিকা পালন করেছেন।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us