শেরপুর নিউজ ডেস্ক: কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। এতে উরুগুয়েকে ছাপিয়ে রেকর্ড ১৬ বার মহাদেশীয় এই শিরোপা জিতল আলবিসেলেস্তরা। এতে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের পর ফের কোপা আমেরিকা জিতে ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল হল আর্জেন্টিনা।
কোপার এবারের আসরে পার্শ্বচরিত্র হয়েই কাটালেন লিওনেল মেসি। বরং এবারের শিরোপা জয়ের বড় অবদান লাওতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাওতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট।
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই গোল করেছেন লাওতারো। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ১ গোল করেছেন তিনি। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন লাওতারো। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন লাওতারো। আজ ফাইনালে তারই একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরও। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।