শেরপুর নিউজ ডেস্ক: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলী। ১৫ জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীর সিঁদুর রাঙিয়ে দিলেন শোভন। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের প্রথম ছবি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে বিয়ের মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহিনী।
সঙ্গে জানালেন তাদের সম্পর্কের অজানা কথাও। দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাঁটছড়া বাঁধলেন সেই কথাই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন অভিনেত্রী।
বিয়েতে সোহিনী পরেছিলেন পেয়াঁজ রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ। সঙ্গে গয়না হিসেবে গলায় ছিলো সোনালি চোকার ও তিন থাক হার এবং কানে ঝুমকো।
এছাড়া বাদ যায়নি তার পছন্দের নোলক ও টিকলি। এদিন অভিনেত্রী খোঁপা সাজিয়েছিলেন জুঁই ফুলের মালায়।
অন্যদিকে শোভন সাদা পাঞ্জাবিতে বর সেজেছিলেন। ছবিতে তাদের দুজনের গলায় বেল ফুলের মালা দেখা যায়।
আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রীর সিঁথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউজে এদিন তাদের বিবাহ বাসর বসেছিল। সেখানেই তাদের কখনও পুকুর পাড়ে কখনও সিঁদুরদানের পর নানা পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তার গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভনকে।
গত বছর রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন।
তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায়। এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তারা, যা দেখে সহজেই দুইয়ে দুইয়ে চার মেলান অনুরাগীরা। এরপর এই বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। অবশেষে সেই কথাই সত্যি হল। দুজনে এখন বিবাহিত দম্পতি।ষ্ট্রের এ ধরনের বক্তব্য বাংলাদেশে সহিংসতা উসকে দিতে পারে।
অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকেও এটি দুর্বল করতে পারে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ওয়াশিংটন ডিসি সময় ১৫ জুলাই একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের একটি প্রশ্নের জবাবে আমরা অত্যন্ত হতাশ। ম্যাথু মিলার বাংলাদেশে চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে দুটি মৃত্যুর দাবি করেছেন, যার প্রমাণ নেই।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের সেই অধিকারগুলো সমুন্নত রাখতে অবিচল আছে।
’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ‘গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। আমরা সমপ্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জীবনের ওপর একটি ভয়াবহ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল মূল্যবোধের বিরোধী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে হামলার নিন্দা করেছেন এবং ট্রাম্প নিরাপদে আছেন ও সুস্থ হয়ে উঠছেন জেনে তারা স্বস্তি পেয়েছেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’