শেরপুর নিউজ ডেস্ক: কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। আন্দোনকারীদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। রাষ্ট্রপতি বরারবর স্মারকলিপি দিতে সুযোগ করে দেওয়া হয়। পরিতাপের বিষয় হলো কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। চট্টগ্রামে ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেওয়া হয়েছে। উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। মেয়েদের হলে আক্রমণ ও লাঞ্ছিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন থেকে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হানারোর কষ্ট আমার চেয়ে আর কেবা বেশি জানে।’
সরকার প্রধান বলেন, ‘যা ঘটেছে তা কাম্য ছিল না। ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেয়া হয়েছে। উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। মেয়েদের হলে আক্রামণ করা হয়, তারা লাঞ্ছিত হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।’
শেখ হাসিনা বলেন, ‘যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, এ নিয়ে বিচারবিভাগীয় তদন্ত করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় সন্ত্রাসী যেই হোক না, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেয়া হবে। কোটা আন্দোলন ঘিরে নিহতদের পরিবারের জীবন জীবিকার জন্য যে ধরনের সহযোগিতা দরকার, তা করা হবে।’