সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক: তামিম

কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক: তামিম

শেরপুর নিউজ ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন ক্রিকেটার তামিম ইকবাল। দেশসেরা ওপেনার একটি বার্তার মাধ্যমে জানালেন নিজের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেশ ও দেশের মানুষের ভালো চেয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বুধবার (১৭ জুলাই) পোস্ট করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিম তার বার্তায় লিখেছেন– ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দলে দেরিতে হলেও শামিল হলেন তামিম। বিশেষত, তামিমের চুপ থাকা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে গত দুদিন ধরে চলছিল আলোচনা-সমালোচনা।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে আজ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Check Also

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Contact Us