শেরপুর নিউজ: সারাদেশে নজিরবিহীন ৫ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস।
তবে পরীক্ষামুলকভাবে এই সার্ভিস চালু হয়েছে বলে জানা গেছে।
এর আগে তথ্য প্রযুক্তি ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক দ্রুততম সময়ের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর কথা বলেছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত থেকে কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার কারণে সংযোগ বিছিন্ন হয়ে যায় সারা দেশে।
যার ফলে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। ব্রডব্যান্ড সংযোগ পুন: স্থাপিত হয়ায় গ্রাহকদের মনে স্বস্তি ফিরে এসেছে।