Home / বগুড়ার খবর / বগুড়া সদর / শিক্ষার্থীদের ঢাল বানিয়ে দেশ বিরোধী শক্তি ধংসাত্মক ঘটনা ঘটিয়েছে : জেলা প্রশাসক

শিক্ষার্থীদের ঢাল বানিয়ে দেশ বিরোধী শক্তি ধংসাত্মক ঘটনা ঘটিয়েছে : জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় চলমান প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহনসহ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভায় বক্তারা বরেছেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলন হাইজাক করে যারা সারাদেশে ভাঙচুর করেছে তারা বাংলাদেশের শত্রু। তারা অন্য একটি দেশের প্রতিনিধিত্ব করছে। স্টুডেন্টদের আন্দোলন কখনো সহিংস হয়না।

যারা সহিংস করেছে তারা সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে আওয়ামীলীগ এবং দেশের ক্ষতি করেছে। যারা সহিংসতার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। বক্তারা আরও বলেন, এই আন্দোলন হলো দেশের বিরুদ্ধে জঙ্গিদের যুদ্ধ। সেতু ভবন পুড়িয়ে দেওয়া, বিশ্ব ব্যাংকের ডকুমেন্ট পুড়ে দেওয়া, মেট্রোরেলে আগুন দেওয়া মানে দেশকে পিছনের দিকে টেনে নেওয়া।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়ার পুলিশ সুপার মো. জাকির হাসান, ডিডি এলজি মাসুম আলী বেগ, র‌্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন, জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ড. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির, বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ. জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি তৈফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, শিল্প মালিক ও ব্যবসায়ী নেতা গোলাম কিবরিয়া বাহার, শাহ মো. আবুল কালাম আজাদ, পরিমল প্রসাদ রাজ, শফিকুল ইসলাম প্রমুখ।

মত বিনিময় সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনগুলো অন্যরকম দিন হিসেবে লেখা থাকবে। আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের প্রতি পুলিশ সহনশীল ছিলো। বক্তারা বলেন এটা সরকার উৎখাতের কার্মকান্ড হিসেবে কাজ করে।

গুরুত্বপূর্ণ প্রকল্প স্থাপনা হামলা করা হয়েছে। এটা ছিলো জঙ্গিদের যুদ্ধ। বক্তারা বলেন আন্দোলন হয় সরকারে বিরুদ্ধে, আর এই আন্দোলন হয়েছে দেশের বিরুদ্ধে। ছাত্ররা যা চেয়েছে সরকারও তাই চেয়েছে। তারপরও এই কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে শেল বিরোধী শক্তি এই ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে। তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।

মত বিনিময় সভায় বগুড়ার বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ট্রাক ভাড়া বৃদ্ধি এবং ডিমের দাম নিয়ে কাজী ফার্মের কারসাজি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা সভায় ব্যবসায়ীরা ডিমের দাম স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

এছাড়াও সভায় জানান হয়, বাজারে সবজির দাম স্থিতিশীল আছে। গত কয়েকদিন পরিবহন সমস্যার কারণে চালের দাম কিছুটা বেড়েছে, যা কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হবে। বগুড়ায় টিসিবি’র কার্যক্রম সহজতর করা নিয়েও আলোচনা করা হয়।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =

Contact Us