সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটের হাট-বাজারে ক্যানভাসারদের অপচিকিৎসা বাণিজ্য চলছে

ধুনটের হাট-বাজারে ক্যানভাসারদের অপচিকিৎসা বাণিজ্য চলছে

 

শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলার হাট-বাজারে অবাধে বিচিত্র অপচিকিৎসার বাণিজ্য চলছে। বন-জঙ্গল, লতা-গুল্ম-পাতা, শিকড়-বাকল, তাবিজ-কবজ, ঝাঁড়-ফুক, সাপ-বেজি, জলজ প্রাণি ও সালসাসহ বহুবিধ পণ্যের মাধ্যমে এক শ্রেণির ক্যানভাসাররা অপচিকিৎসা দিচ্ছেন। গ্রামের সহজ-সরল মানুষ এখনও ওই অপচিকিৎসায় বিশ্বাসী। এ ধরনের অপচিকিৎসায় জান-মালের অনেক ক্ষতি হলেও আইনগত ব্যবস্থা না নেয়ায় এর প্রতিকার হচ্ছে না।

জানা যায়,ধুনট উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে হাতুরে কবিরাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। প্রতারক চক্র কথার ফুলঝুঁড়িতে আকৃষ্ট করেন মানুষকে। রোগের প্রতিকার বলে গছিয়ে দেন ট্যাবলেট, তেল, মলম, তাবিজসহ নানা পণ্য।
অপচিকিৎসার উপাদানের নাম দেওয়া হয়েছে বিভিন্ন লতাগুল্মের নামে। এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই গাছের নির্যাসের অস্তিত্ব পাওয়া যায় না। প্রতারকরা বাজারজাত করছেন কখনও নকল ওষুধ, কখনও ওষুধই নয় এমন উপকরণ। প্রতারণার শিকার হয়ে অনেকে যেমন নিঃস্ব হচ্ছেন তেমনি পঙ্গুত্ববরণসহ জীবন হারানোর মতো ঘটনাও ঘটছে।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, ফুটপাতে বিক্রি হওয়া মানহীন এসব ওষুধের কোন অনুমোদন নেই। এগুলো সেবন করলে হয়তো সাময়িক ভালো অনুভূতি হতে পারে। তবে মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় সেবনকারীদের জীবন ঝুঁকিসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসন চাইলে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করতে পারেন।

Check Also

ধুনট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ কোটি টাকার সম্পত্তি বেহাত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নামে ৯ দশমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =

Contact Us