Home / দেশের খবর / শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শেরপুর নিউজ ডেস্ক: সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

জানা যায়, শাফিন আহমেদের হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৬টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে শাফিনের একটা কনসার্ট ছিল। শো শুরুর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।

জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তের পরিবারে জন্ম নেওয়ার ফলে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন।

Check Also

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us