শেরপুর নিউজ ডেস্ক : কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত বগুড়া সদর থানায় ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের শহরের সাতমাথাস্থ কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙ্চুরের ঘটনায় ১৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গত ১৮ জুলাই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে শহরের সাতমাথায় তার অফিসে হামলা চালিয়ে ভাঙ্চুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষোভকারীরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: স্নিগ্ধ আখতার জানান, এ পর্যন্ত ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত দায়ের করা ১৪ টি মামলায় ১২৩৯ জনের নামে আসামি করা হয়েছে। মামলার প্রায় সব আসামিই বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা-কর্মী। এসব মামলায় বহুসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পলাতক আসামিদের ধরতে মেসে মেসে ও বাড়ি বাড়ি অভিযান চালিয়ে যাচ্ছে।