সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / পর্যটকদের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা

পর্যটকদের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বের ৬০ শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ১০০ স্কোরের মধ্যে মধ্যে ঢাকার স্কোর ৮৯.৫০। অন্যদিকে ০ স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। খ্যাতনামা ম্যাগাজিন ফোর্বসের গবেষনায় এমন চিত্র উঠে এসেছে। খবর জিও নিউজ।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায় শীর্ষ থাকে ঢাকা। এবার ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায়ও উঠে আসছে বাংলাদেশের রাজধানীর নাম। বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায়ও সুখকর অবস্থানে নেই ঢাকা।

ফোর্বসের প্রতিবেদন মতে, ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমে রয়েছে ভেনেজু্য়েলার কারাকাস শহর। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি এবং মিয়ানামারের ইয়াঙ্গুন শহর।

সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। যেখানে রয়েছে- অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।

অন্যদিকে নিরাপদ শহরের তালিকায় সিঙ্গাপুরের পরে রয়েছে জাপানের টোকিও এবং কানাডার টরেন্টো শহর।

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর দশ শহর হলো: ১. কারাকাস (ভেনিজুয়েলা)
২. করাচি (পাকিস্তান)
৩. ইয়াঙ্গুন (মিয়ানমার)
৪. লাগোস (নাইজেরিয়া)
৫. ম্যানিলা (ফিলিপাইন)
৬. ঢাকা (বাংলাদেশ)
৭. বোগোটা (কলম্বিয়া)
৮. কায়রো (মিশর)
৯. মেক্সিকো সিটি (মেক্সিকো)
১০. কুইটো (ইকুয়েডর)

Check Also

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না: ধর্ম উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =

Contact Us