শেরপুর নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিন্স নামধারি পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চারদিনের খেলায় ১৪৮ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ‘এ’ দল এগিয়ে আছে ১৬৩ রানে। প্রথম ইনিংসে ২৫৮ রানে সব উইকেট হারানোর পর বাংলাদেশকে মূলত ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা।
দুই পেসার রিপন মণ্ডল, রেজাউর রহমান রাজা আর বাঁহাতি স্পিনার হাসান মুরাদের সাঁড়াশি বোলিংয়ে প্রথম ইনিংসে ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানিরা।
রিপন মণ্ডল একাই ৭১ রানে ৪ উইকেটের পতন ঘটান। অপর পেসার রাজার ঝুলিতে জমা পড়ে ৩৩ রানে ৩ উইকেট। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন ৩২ রানে ২ উইকেট।
প্রথম ইনিংসে ৭৯ রানে এগিয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। অধিনায়ক জয় ৩৯ আর প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান আইচ মোল্লা ৯ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে রান করেছেন মূলত ৪ ব্যাটার। তারা হলেন- অধিনায়ক মাহমুদুল হাসান জয় (৬৯), আইচ মোল্লা (৫৫), ওপেনার পারভেজ ইমন (৩০) ও মাহিদুল ইসলাম অংকন (৩১)। এছাড়া পেসার রেজাউর রাজা ২৮ রানের কার্যকর ইনিংস খেলে দলকে আড়াইশোর ঘরে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল: ২৫৮ ও ২৭ ওভারে ৮৪/৩ (পারভেজ ইমন ৭, মাহমুদুল হাসান জয় ৩৯*, অমিত হাসান ২৫, হাসান মুরাদ ০, আইচ মোল্লা ৯*; কামরান শাহজাদ ২/৩০)।
পাকিস্তান শাহীন (পাকিস্তান ‘এ’): ৬২.২ ওভারে ১৭৯ (উমর আমিন ২৫, তায়েব তাহির ৩০, কামরাম গুলাম ৪৮; রিপন মণ্ডল ৪/৭১, রেজাউর রহমান রাজা ৩/৩৩ ও হাসান মুরাদ ২/৩২)।