শেরপুর নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শনিবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিকের পদকের লড়াই। এবারের আসরের প্রথম পদক জিতেছে কাজাখিস্তান। অন্যদিকে দুটি স্বর্ণপদকই গেছে চীনের ঝুলিতে।
১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জেতে চীন। শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১৬-১২ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে হারায় চীনের হুয়াং ইউতিং এবং শেং লিহাও জুটি। এতে কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
তবে চীন ও দক্ষিণ কোরিয়ার আগে এবারের আসরের প্রথম পদক জেতে কাজাখিস্তান। জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখিস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা। ১৯৯৬ সালের পর প্রথমবার শুটিং থেকে পদক পেল দেশটি।
এদিকে শুটিংয়ের পর ডাইভিংয়েও স্বর্ণপদক জিতেছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে জিতেছে তারা। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র রৌপ্য এবং গ্রেট ব্রিটেন ব্রোঞ্জ জিতেছে। ২০০৪ সালের পর প্রথমবার উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।