শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাত ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় তিনমাথায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত তুহিন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন প্রতিদিন গ্রামের প্রতিবেশি সুমনের বিদ্যুৎ অফিস এলাকার বাড়িতে খাবার খান। রবিবার রাত ১০টার দিকে খাবার খেতে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে সুমনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে হবীর মোড় তিনমাথা অতিক্রম করার সময় বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তুহিন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আলমাস আলী জানান, ঘাতক ট্রাক, মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।