শেরপুর নিউজ ডেস্ক: রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন শফিক। গত ১৬ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনের নামে বগুড়া জেলা আওয়ামীলীগ কার্যালয়, মুজিব মঞ্চ, টাউন ক্লাব, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা।
পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন শফিক বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামাত শিবিরের নেতাকর্মীরা দেশকে অচল করতে চেয়েছিল। বাংলাদেশকে সারাবিশ্বের বুকে অকার্যকর দেখানোর জন্য শিক্ষার্থীদের আন্দোলনের যুক্ত হয়েছিল তারা। তারা চেষ্টা করেছিল ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হামলা চালিয়ে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালিয়েছে। এদেশের স্বাধীনতায় যারা বিরোধীতা করেছে, তারাই সবসময় এদেশে হামলা চালিয়ে লুটপাট করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দেশে এখন উন্নয়নের জোয়ার। দেশের উন্নয়ন ব্যহত করতে, দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যার প্রমাণ কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে ঢাকাসহ বিভিন্ন জেলায় তান্ডব চালিয়েছে বিএনপি-জামাত শিবিরের সন্ত্রাসীরা। সেভাবে ১৬ জুলাই সাতমাথায় এসে মুজিব মঞ্চে, দলীয় কার্যালয়ে, টাউন ক্লাবে, রনির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যারা এই হামলা করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
রোববার রাতে মুজিব মঞ্চে, দলীয় কার্যালয়ে, টাউন ক্লাবে, রনির ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য আলতাফুর রহমান মাসুক, এমএ বাসেদ, আবু সেলিম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, জেলা যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগপর সহ সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও ১৬ জুলাই হামলায় আহত টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামিম কামালের শারিরীক খোঁজ নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেভিট মন্ডলের খোঁজ নিতে তার বাসায় যান।