শেরপুর নিউজ ডেস্ক : প্যারিস অলিম্পিকের তৃতীয় দিন শেষে পদক তালিকায় সবার শীর্ষে জাপান। রোববার (২৮ জুলাই) ফ্রান্স ও জাপানের সামনে সুযোগ ছিল দিন শেষে পদক তালিকায় সবার ওপরে ওঠার। কারণ, দিনের শেষ স্বর্ণের লড়াইয়ে যে মুখোমুখি হয়েছিল দুই দেশের প্রতিযোগী।
তবে ফেন্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত স্বর্ণের লড়াইয়ে জিতে জাপানকে শীর্ষে উঠিয়েছেন কোকি কানো। স্বাগতিক ফ্রান্সের ইয়ানিক বোরেলকে ১৫–৯ ব্যবধানে হারিয়েছেন কানো। প্যারিস অলিম্পিকে জাপানের এটি চতুর্থ সোনা।
চারটি সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান জাপান ও অস্ট্রেলিয়া। তবে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়ার দেশটি। জাপান ৪টি সোনা, ২টি রুপা ও একটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ কোরিয়া জিতেছে ৪টি সোনা, ২টি রুপা ও একটি ব্রোঞ্জ।
তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া ৪টি সোনা ও ২টি রুপাসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি সোনা, ৬টি রুপা ও ৩ টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতে আছে চতুর্থস্থানে। পঞ্চমস্থানে আছে আয়োজক ফ্রান্স। ৩টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতেছে স্বাগতিকরা।