Home / দেশের খবর / জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

 

শেরপুর নিউজ ডেস্ক : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি সব ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৯ জুলাই) বঙ্গভবনে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। রাষ্ট্রপতি বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদিন।

সূত্র: বাসস

Check Also

নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us