শেরপুর নিউজ ডেস্ক:সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়িয়েছিল টুর্নামেন্টটি। ফাইনালেও খেলেছিল মাশরাফি বিন মর্তুজা বাহিনী। কিন্তু ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার দীর্ঘ ১১ বছর পর আবারও আয়োজক দেশ হবে বাংলাদেশ।
তবে সেটি হবে ওয়ানডে ফরম্যাটে। আসরটি মাঠে গড়াবে ২০২৭ সালে। তার আগে ২০২৫ সালে আয়োজন করবে ভারত, সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গেল শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রকাশিত ডকুমেন্ট ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (আইইওআই) অনুসারে ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক হবে ভারত।
সবশেষ ২০২৩ সালে পুরুষদের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল। মূলত পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেল অনুসরণ করে শ্রীলঙ্কাকে সহ-আয়োজক হিসেবে নেওয়া হয়েছিল।