Home / খেলাধুলা / অলিম্পিকে জোড়া জমজের লড়াই

অলিম্পিকে জোড়া জমজের লড়াই

শেরপুর নিউজ ডেস্ক : চলমান প্যারিস অলিম্পিকে দেখা গেছে বিরল এক দৃশ্যের। দুই জোড়া যমজ লড়াই করলেন একে অপরের প্রতিপক্ষ হয়ে। মেয়েদের ব্যাডমিন্টন ডাবলসে দেখা গেছে এমন বিরল দৃশ্য।

যুক্তরাষ্ট্রের জমজ বোন অ্যানি এবং ক্যারি জুর বিপক্ষে কোর্টে নামেন বুলগেরিয়ার জমজ বোন স্টেফানি ও গ্যাব্রিয়েল স্টোএভা। গ্রুপ পর্বের ম্যাচে অ্যানি এবং কেরিকে ২১-১৬, ২১-১২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্টেফানি ও স্টোএভাস।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে অ্যানি বলেন, ‘এটা খুবই আকর্ষণীয়। কারণ যখন অলিম্পিকে দুই জোড়া যমজের প্রতিযোগিতা দেখবে লোকেরা তখন তারা বিস্মিত হবেন। একই ধরনের এবং একটি অভিন্ন জোড়ার সঙ্গে খেলতে পারাটা আসলে খুবই মজার।’

যমজ বোনকে নিয়ে অ্যানি বলেন, ‘প্রচুর সময় তার সঙ্গে কাটিয়েছি। যখনই তার মুখের দিকে তাকাই না কেন বুঝতে পারি সে কেমন অনুভব করছে। যদি তাকে নার্ভাস দেখায় তখন জানি কিভাবে তাকে উৎসাহ দিতে হয়।’

Check Also

বক্সিং শেষে কতো টাকা পেলেন টাইসন-পল

শেরপুর নিউজ ডেস্ক: কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us