শেরপুর নিউজ ডেস্ক : বিয়ে করাই যেন তার নেশা। গত ৯ বছরে করেছেন ২০টি বিয়ে। বিয়ের কয়েকদিন পরই টাকা-পয়সা ও গয়না নিয়ে পালিয়ে যেতেন। তারপর আবাও বসতে বিয়ের পিঁড়িতে। কিন্তু শেষ রক্ষা হলো না আর। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন ধুরন্ধর সেই যুবক।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। কয়েকদিন আগে প্রতারিত নারীদের একজন নালাসোপাড়া থানায় অভিযোগ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। সেই অভিযোগের ভিত্তিতে গত ২৩ জুলাই ওই যুবককে গ্রেপ্তার করেছে পালঘর পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম ফিরোজ নিয়াজি শেখ।
অভিযোগে নারী জানান, একটি ‘ম্যাট্রিমনি সাইটে’ ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তার। অল্পদিনের আলাপেই তা গড়ায় প্রেমে। পরে বিয়েও হয় তাদের। ২০২৩ এর নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সময় ওই যুবককে প্রায় সাড়ে ছয় লাখ টাকা দেন তিনি। এছাড়া মূল্যবান জিনিসপত্রও দেন।
পুলিশের তদন্তে জানা যায়, ওই নারী একাই নন। দেশের নানা প্রান্তের আরো অন্তত ২০ জন নারীর সঙ্গে একই কাণ্ড করেছেন সেই যুবক।
পুলিশি জিজ্ঞাসাবাদে ফিরোজ নিয়াজি শেখ জানিয়েছেন, বিভিন্ন সময় ২০ জনের বেশি নারীর টাকা ও মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছেন তিনি। অনলাইনে বিভিন্ন নারীর সঙ্গে বন্ধুত্ব করতেন ফিরোজ। এরপর তাদের বিয়ে করে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিতেন।
মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটসহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ফিরোজের স্ত্রীরা। ২০১৫ সাল থেকে ফিরোজ এই প্রতারণা করে আসছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারিত নারীদের বেশিরভাগই বিধবা ছিলেন। বেছে বেছে বিধবাদের সঙ্গেই অনলাইনে বন্ধুত্ব করতেন ফিরোজ। তাদের বিশ্বাস অর্জনের পর বিয়ের কথা বলতেন। সুখে দিন কয়েক কাটত নব-দম্পতির। তারপর একদিন সুযোগ বুঝে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দিত ‘বর’!
তদন্ত শুরুর প্রথম দিকে পুলিশের কাছে ফিরোজের কোনো ছবি ছিল না। ঘন ঘন ফোন নম্বরও বদলাতেন তিনি। এরপর নারী সেজে ভুয়া প্রোফাইল তৈরি করে ফিরোজের সঙ্গে যোগাযোগ করা হয়। শুরু হয় বন্ধুত্ব ও কথোপকথন। একদিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে ডাকা হয়। এভাবেই পুলিশের ফাঁদে পা দেয় অপরাধী ফিরোজ। পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, প্রতারিত নারীদের ডেবিট ও ক্রেডিট কার্ড, চেকবই, নগদ ৩ লাখ টাকা এবং বেশকিছু মূল্যবান গয়না উদ্ধার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।