নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বর্নাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৩১শে জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং মনসুর হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক রাব্বী হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন। ওই সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ৩০ শে জুলাই থেকে ০৫ আগস্ট সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।