শেরপুর নিউজ ডেস্ক: মার্চ ফর জাস্টিসের দাবিতে বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের আদালত চত্ত্বরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টায় শহরের জলেশ্বরীতলা এলাকায় আদালত চত্ত্বরের ২০০ গজ দুর থেকেই ঘুরে দেন শিক্ষার্থীদের।
এদিন বেলা ১১ টায় শহরের জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়কের কালী মন্দির এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। বেলা পৌণে ১২ টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্ত্বর দিকে এগিয়ে আসতে গেলে পুলিশ তাদের বাঁধা দেন। এতে আদালত চত্ত্বরে প্রবেশ করতে না পেরে ২০০ গজ দুরে আধাঘন্টা যাবৎ সড়কেই বসে পড়েন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি প্রসঙ্গে নানান স্লোগান দিয়ে থাকে। পরে বেলা ১২ টার পরেই শিক্ষার্থীরা আলতাফুন্নেছা খেলার মাঠ হয়ে জেলথানার মোড়ে গিয়ে অবস্থান নেয় আর সেখানেই তাদের এই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনের জন্য রোমেনা আফাজ সড়কের কালী মন্দির এলাকায় জড়ো হন। এরপর তারা আদালতের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। তখন আদালত চত্বর থেকে ২০ গজ দূরে রোমেনা আফাজ সড়কে বসে পড়েন। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা জলেশ্বরীতলা এলাকার বেশ কয়েকটি সড়কে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। এ সময় কঠোর অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে পুলিশ কোন বাঁধা দেয়নি। তবে আদালত চত্ত্বরের নিরাপত্তার স্বার্থে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।’