Home / দেশের খবর / জামায়াত-শিবির নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-শিবির নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

বুধবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যে কোনো মুহূর্তে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি এখনও ফাইল পাইনি৷ আমরা অপেক্ষা করছি। আমরা সকালে একটা মিটিং করেছি৷ দুপুরে একটা মিটিং করেছি। আমাদের মিটিং ছিল ১৫ আগস্ট জাতির পিতার ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷

তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিল৷ মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল মানুষ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে৷ এটা সাধারণ মানুষের দাবি ছিল৷ এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিল৷ চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত-শিবির। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।

Check Also

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =

Contact Us