সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত-শিবির আগেও দু’বার নিষিদ্ধ হয়েছিল’

‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত-শিবির আগেও দু’বার নিষিদ্ধ হয়েছিল’

শেরপুর নিউজ ডেস্ক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘নিষিদ্ধ জামায়াত-শিবিরকে খুনি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামায়াত ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে দু’বার নিষিদ্ধ হয়েছিল। স্বাধীনতার আগে পাকিস্তানি সরকার তাদের নিষিদ্ধ করেছিল। এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিষিদ্ধ দলের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আইনের শাসন রক্ষার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে। এটি না করলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না।’

বুধবার (৩১ জুলাই) বিকেলে নিজ সংসদীয় আসনে ১৫ আগস্টে দোয়া, মিলাদ-মাহফিল ও সমন্বিত কার্যক্রম নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক সমন্বয় বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের করা লাগতে পারে। তারা আমাদের কাউকে বাঁচতে দেবে না। তারা আমাদের শিক্ষিত মা-বোনদেরকে তালেবানি কায়দায় ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চায়। নারী পুরুষ সবার মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নাছিম আরও বলেন, ‘আমরা আর কিছু হারাতে চাই না। আমরা আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিএনপি জামায়াত-শিবির নানান কর্মকাণ্ড করেছে। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব ভুল ভ্রান্তি দূর করতে হবে। আমরা আর কোন মৃত্যু চাই না।’

তিনি বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার করে দাগ লাগানোর চেষ্টা করেছে। এ বিষয়টি আমাদের দূর করতে হবে। যাদের কারণে এতগুলো জীবনহানি হয়েছে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনোই কোন ষড়যন্ত্র করে না। সন্ত্রাসীদের নেতা তারেক রহমান, জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠীর নির্দেশে একটি গোষ্ঠী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আগামীতে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, ডাক্তার দিলীপ রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ঢাকা-৮ আসনের অন্তর্গত ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টাদের সতর্ক থাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =

Contact Us