শেরপুর নিউজ ডেস্ক: দিনের শেষ ইভেন্টটি ছিল ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল। সেই ইভেন্টে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন চীনের ঝানলে পান। ৪৬.৬০ সেকেন্ড সময় নিয়েছেন পান।
এ বছরের ফেব্রুয়ারিতে দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্ব রেকর্ডটি গড়া পানের পেছনে থেকে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চালমার্স (৪৭.৪৮), ব্রোঞ্জ রোমানিয়ার দাভিদ পোপোভিচি।
পানের বিশ্ব রেকর্ডে শেষ হওয়া দিনে পদক তালিকায় সবার ওপরে উঠেছে চীন। ৯টি সোনা, ৭টি রুপ ও ৩টি ব্রোঞ্জ জিতেছে দেশটি।
৮ সোনা, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স। ফরাসিদের সর্বশেষ দুটি সোনাই জিতেছেন সাঁতারের নতুন তারকা লিওঁ মারশাঁ।
৮টি সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে আগের দিনের শীর্ষ দল জাপান।